দেখা হবে বন্ধু হয়ত রাজপথে-
নয়ত দেখো এসে আলীয়ার মাঠে।
সকল মায়ার বাঁধন ছিন্ন করে আজ ঘর ছাড়ব।
আমি ভুলিনি-
সেই ২৮ অক্টোবরের ভয়াল চিত্র।
ভুলিনি আমার মৃত ভাইদের উপর উঠে নৃত্যের দৃশ্য।
আমি ভুলিনি-
সেই ২৮ ফেব্রুয়ারীর গনহত্যার দৃশ্য।
ভুলিনি সন্তান হারা মা বাবার আহাজারি বাবা হারা ছেলের স্বামী হারা স্ত্রীর রোনাজরি।
আমি ভুলিনি-
৫ ই মে রাতের গভীরে হেফাজতের হাজার হাজার নিরিহ আলেমদের গনহত্যার দৃশ্য।
আমি ভুলিনি-
আমার কেন্দ্রীয় সভাপতি দেলওয়ার ভাইয়ের উপর অমানুষিক নির্যাতনের দৃশ্য।
ভুলিনি আমার ভাই শহীদ রাহাতের নিথর মুখ খানি ভুলিনি তার মায়ের আহাজারি।
তাই আজ ডাক এসেছে-
আমাকে জাগতেই হবে।
রাজপথে নামতেই হবে।
সকল হিসাব নিকাশ আজ রাজপথেই মিমাংসা করতেই হবে।
দেখা হবে রাজপথে
কথা হবে স্লোগানে।
গাজী হলে কোলাকুলি হবে
শহীদ হলে জানাযা হবে সিলেট আলিয়াতে।
-by Abu Talha