Home News হরতালের দ্বিতীয় দিন ‘২৮ অক্টোবর’ স্মরণে, বিস্ফোরণ – অবরোধ চলছে

হরতালের দ্বিতীয় দিন ‘২৮ অক্টোবর’ স্মরণে, বিস্ফোরণ – অবরোধ চলছে

দ্বিতীয় দিনের মতো চলছে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোট ১৮ দলের ডাকা টানা ৬০ ঘন্টার হরতাল। সোমবার সকাল ৬টা থেকেই হরতাল সফল করতে মাঠে নেমেছে বিরোধী জোটের নেতাকর্মীরা।

আজকের হরতাল পালনকালে বিরোধী স্মরণ করছে ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনসহ সারা দেশে নিহতদের। ওই দিন পল্টনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট ১৪ দলের হামলায় জামায়াত-শিবিরের ছয় জন ও ১৪ দলের এক  জন কর্মী নিহত হন।

দ্বিতীয় দিনের হরতালের শুরুতেই সকাল ৬টার দিকে রাজধানীর শনির আখড়া ও পাবানার ঈশ্বরদীতে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছে সরকার বিরোধীরা। এর আগে সিরাগঞ্জের চণ্ডিদাসগাঁতীতে ভোর ৪টায় সড়ক অবরোধ করে বিরোধীরা।

সকাল ৬টার দিকে রমনা থানা শাখার জামায়াত কর্মীরা বিক্ষোভ মিছিল করে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফারণের ঘটা ঘটে। তেজগাঁওয়ের সাত রাস্তা মোড়ে গাড়িতে আগুন দিয়েছে পিকেটাররা। এ সময় তিন পিকেটরকে আটক করে পুলিশ।

মিরপুরের কালশিতে জামায়াত ও পল্লবীতে স্বেচ্ছাসেবক দল হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে। স্বেচ্ছাসেবক দলের কর্মীরা বেশ কয়েকটি ককটেল বিস্ফারণ ঘটিয়েছে।

মুগদা ও বাড্ডা এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা।

Mon, 28 Oct, 2013 07:10:34 AM

SHARE