Home Poem চিরঞ্জীব

চিরঞ্জীব

ইব্রাহীম মন্ডল

 

ডারউইনের শুক্রবাহী হায়েনারা

 

মেতেছে জঘন্যতম হত্যালীলায়

 

রক্তনদীতে বান ডেকেছে

 

সাতার কাটছে শহীদি কাফেলা।

 

ন্যায় কোনোদিন অন্যায়ের কাছে হয়নি নত

 

সত্য শির সমুন্নত-যতক্ষণ দেহে থাকে প্রাণ।

 

শুক্রবাহী অসুর হায়েনারা খুনের নেশায় উন্মত্ত।

 

হিংস্র শকুনেরা লাশের গন্ধে আনন্দে নাচে।

 

ডানা ঝাপটায়।

 

বিষধর সাপেরা গর্ত থেকে বের হয়ে আসছে

 

লকলকে জীহ্বা, শুধু দেশ নয় তামাম দুনিয়া

 

বিষাক্ত করছে ছোবলে ছোবলে

 

ইমামের দেহ ঝাঝরা-

 

বইছে রক্তনদী ফোরাতের দুকূল বেয়ে।

 

টিপু, তিতু, হাজী শরীয়ত উল্লাহর মিছিল বড় হচ্ছে

 

আরো…

 

 

 

মৃত্যুর জন্যে জন্ম তবে মৃত্যুকে কেন ভয়।

 

 

 

আর…

 

এতো মৃত্যু নয় …

 

অমর অক্ষয় চিরঞ্জীব

 

সবুজ পাখি হয়ে অনন্ত জান্নাতে উড়ে যাওয়া।

SHARE