Home Poem থমকে গেছে সময়

থমকে গেছে সময়

মুহাম্মদ আবুল হুসাইন

মনে হয় থমকে গেছে সময়

তবুও পাই না ভয়।

এই গুমোট আঁধার জানি ঝড়ের পূর্বাভাস।

শীর্ণ পাঁজরে গুমরে মরে ক্ষুব্ধ মেঘের শ্বাস।

সাত আসমান কাঁপিয়ে জানি আবার আসবে ঝড়

সব পংকিল দূর হয়ে যাবে, ‘আবার সকাল হবে।’

অভিজাত ঘুমে অচেতন হয়ে যারা আছে আজ পড়ে

সেসব অলস বিবর্ণ বিবেক আবার উঠবে জেগে

দরিয়ার গর্জনে

নূহের প্লাবনে

কালবৈশাখীর প্রবল ঝড়ের পরে।

মনে হয় থমকে গেছে সময়

তবুও পাইনি ভয়,

হারিয়ে যাইনি কোন বিভ্রান্তির বাঁকে

মেঘের আড়ালে সূর্যটা যে সাত রঙ ছবি আঁকে।

SHARE