Home Picture সাড়ে তিনহাত দেহখানা মোর, রক্ত ঝরবে কতবার ??

সাড়ে তিনহাত দেহখানা মোর, রক্ত ঝরবে কতবার ??

সাড়ে তিনহাত দেহখানা মোর
রক্ত ঝরবে কতবার ??
ক্ষতবিক্ষত জনপদ দেখে
অশ্রু পড়বে শুধু যাতনার ……।
‘আমাদের শহীদেরা সবচেয়ে বড় সম্পদ/
গড়ে গেছে সাহসের দ্বিধাহীন সোজা রাজপথ’

রাত বারোটা…..!!!!!!!!! শুরু হল নতুন একটা দিন। আঠাশে অক্টোবর। বাংলাদেশে ইসলামী আন্দোলনের ইতিহাসে শহীদদের রক্তের অক্ষরে আঁকা একটি তারিখ। আজ আমরা আমাদের দোয়ায় স্মরণ করি আল্লাহ তায়ালার বাণীকে সুউচ্চে তুলে ধরার সংগ্রামে প্রথম শাহাদাত বরণকারী সুমাইয়া থেকে শুরু করে খুবাইব হামজার পথ ধরে হেটে চলা অগণিত শহীদানদের। আমরা তোমাদের কখনো ভুলিনি।

‘ওরা আছে চেতনায় আমাদের/
ওরা আছে প্রেরণায় আমাদের/
ওরা আছে সংগ্রাম সাধনায়/
দুর্বার দুর্জয় অপরাজিত’

সাবের, জসিম, জাবেদ, হাবিব, রুহুল আমিন, আব্বাস, আরাফাত, জসিম, মাসুম, ফয়সল, রফিক, শিপন ও মুজাহিদ। তোমরা ছিলে এই ক্ষণস্থায়ী পৃথিবীতে মুসাফির, তোমাদের আসল ঠিকানা তো জান্নাত। আমরা স্বাক্ষ্য দিচ্ছি, আমাদের মাঝে তোমরাই ছিলে সর্বোত্তম চরিত্রে মানুষ। তোমরাই ছিলে সবচেয়ে বেশি খোদাভীরু। আল্লাহ তায়ালা তোমাদেরকে তাঁর মেহমান হিসেবে বাছাই করে নিয়ে গিয়েছেন।

‘লাখো শহীদের রক্তে এদেশ/
রঞ্জিত রে রঞ্জিত/
লক্ষ মায়ের বক্ষে ব্যাথা/
সঞ্চিত রে সঞ্চিত/
কত ভাই যে হারিয়ে গেলো/
কত বন্ধু শহীদ হলো/
সকল ব্যাথা ভুলবো পেলে/
খোদা তোমার রাজ’

তোমাদের স্মরণে আমাদের হৃদয় আজও বেদনাবিধুর হয়। শেষ বিচারের ভয়াবহ দিনে আল্লাহর রহমত ছাড়া আর কারও কোন উপায় থাকবে না। সেই দিনটাতে আরশের ছায়াতলে শহীদী কাফেলার সহযাত্রী হিসেবে শামিল হওয়াই আমাদের তামান্না।

‘শোষনের নাগপাশ ছিড়তে গিয়ে/
রাসুলের পথ ধরে চলতে গিয়ে/
হায়েনার ছোবলে যে/
সোনামণি মানিকেরা হারিয়ে গেছে/
চলে গেছে ওপারে’

জানি তোমরা মৃত নও। এই পৃথিবীর সমস্ত মানবীয় আবেগের উর্ধ্বে চলে গিয়ে খুনীদের বিষয়ে হয়তো তোমাদের কোন রাগ-ক্রোধ নেই। কিন্তু সেই লগিবৈঠার খুনী হাসিনা ও তার অনুসারী বর্বরের দল কখনোই বিচার এড়াতে পারবে না ইনশাআল্লাহ। ক্ষমতার দম্ভে উম্মাদ মহিলা ফেরাউনের দল আজও বাংলাদেশে নিরীহ মানুষদের হত্যা করছে, নির্যাতন করছে। আমরা বিশ্বাস করি, আঠাশে অক্টোবরে তোমাদের ত্যাগের মুল্যয়ন হবে তখনই, যখন এই সব তাগুতের ধ্বংসের পর এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে। যেদিন এদেশে শান্তি আর সুবিচার প্রতিষ্ঠিত হবে। এ কঠিন ও বন্ধুর সংগ্রামের পথে তোমরা আমাদের প্রেরণা।

‘খুন ঝরলেই উর্বর হয় জমিন/
মনের জমিন/
মানুষের ক্ষোভ উত্থিত হয়/
লাভাস্রোতে চিরদিন/
হতাশার ইতিহাস তাড়িয়ে/
আগামীর দিকে হাত বাড়িয়ে/
দিন এলো আবার/
রক্ত ঝরাবার/
জীবন দিয়ে শহীদ হয়ে/
বিজয় নিশান উড়াবার’
রক্ত প্রভু তুমি চাও যত নাও
জীবন যত লাগে তাও নিয়ে নাও
বিনিময়ে এ জমিনে দাও গো শুধু তুমি
কোরআনের রাজ দিয়া।
বুক ফেটে যায় কিছু বলতে পারে না
শহিদী কাফেলার সাথিরা………….

SHARE