Home Know the Martyrs Shahid Mujahid

Shahid Mujahid

নামঃ শহীদ হোসাইন মুহাম্মদ মুজাহিদুল ইসলাম

পিতাঃ মোঃ দেলোয়ার হোসেন

পিতার পেশাঃ মাহমুদা দেলোয়ার মুন্নি

বয়সঃ ২২ বছর

স্থায়ী ঠিকানাঃ গ্রামঃ কুলশ্রী,

ডাকঘরঃ দরগাবাজার

উপজেলাঃ চাটখিল

জেলাঃ নোয়াখালী

ভাই-বোনঃ দুই ভাই এক বোন

শিক্ষাজীবনঃ শাহাদাতের সময় তিনি স্টামফোর্ড ইউনিভার্সিটির বিবিএ অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

সাংগঠনিক জীবনঃ সংগঠনের সদস্য ও মিরপুর ১০ নং ওয়ার্ড সভাপতি ছিলেন।

শাহাদাতের তারিখ ও স্থান-

২৮ অক্টোবর ২০০৬ বায়তুল মোকাররমের উত্তর সড়কে ১৮ দলের হামলায় আহত হয়ে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে শহীদ হন।

শহীদ-১২৬ তম

শহীদ মুজাহিদের পুরো নাম মুজাহিদুল ইসলাম ফাহিম। ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন এলাকায় লগি বৈঠা বাহিনী একের পর এক পিটিয়ে হত্যা করে তাকে। মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা মুজাহিদকে লগি বৈঠা দিয়ে আঘাত করতে থাকে। দীর্ঘক্ষণ রাজপথে তার লাশ পড়ে ছিল। ২ ভাই ১ বোনের মধ্যে মুজাহিদ ছিল সবার বড়। মুজাহিদ বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিবিএ (অনার্স) ৩য় বর্ষের ছাত্র ছিল। তার ছোট ভাই রফিকুল ইসলাম রাফি একমাত্র বোন মেহজাবিন।

১৯৮৫ সালের ২৬ নবেম্বর মুজাহিদের জন্ম। সে দিন ছিল ১২ই রবিউল আউয়াল। ঠিক সুবহে সাদিকের সময় মুজাহিদের জন্ম হয়। এ কারণেই ওর নাম রাখা হয় মুজাহিদ, জানালেন মুজাহিদের নানা বীর মুক্তিযোদ্ধা মনসুর আহমদ।

SHARE